সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জার্মানির কোলন শহরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০২

শেয়ার

জার্মানির কোলন শহরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
ছবি: সংগৃহীত

জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত প্রবাসী মিলনমেলা, যা আয়োজন করে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন, জার্মানি। সংগঠনটির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া শাখার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জার্মানির নানা প্রান্ত থেকে ছুটে আসেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম। আরও বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি রেজা হক সিজার, সাধারণ সম্পাদক তাহের মোহাম্মদ, সহ-সম্পাদক জামশেদ আলম রানা, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, ও মহিলা সম্পাদিকা খালেদা বেগম।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ড. আব্দুল হাই, যিনি প্রাণবন্ত উপস্থাপনায় পুরো মিলনমেলাকে এক আনন্দঘন পরিবেশে পরিণত করেন। শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজকদের মধ্য থেকে লিখন, সেলিম খাঁন, পায়ের মাহমুদ এবং অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন-উপদেষ্টা আব্দুল কাদের, সহ-সভাপতি আবু তোহা, তসলিম ইসলাম, বেলাল হোসেন, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত মজুমদার, অর্থ সম্পাদক হাসান ভুঁইয়া, নুর আলম বেলাল, আব্দুর রাহিম কাউসার, পিনক নাহিয়ান, ফারজানা রেজা এবং আরও অনেকে।

পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের নিবেদিত সদস্যরা-লিখন, সেলিম খাঁন, রানা, মনসূর, কামাল, পলাশ, পায়ের মাহমুদ, ইসমাইল, গিয়াস, মিরাজ প্রমুখ।

সাংস্কৃতিক পরিবেশনায় মাতিয়ে তোলেন প্রবাসী শিল্পীরা-নিম্মি কাদের, আব্দুল মুনিম ও নাহিদা পলাশ, যাঁদের গানে মুগ্ধ হন দর্শকরা। পাশাপাশি, মীর জাবেদা ইয়াসমিন ইমি তার স্বরচিত কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মন জয় করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, জার্মানিতে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে প্রবাসী কমিউনিটির উন্নয়নে আরও নানা কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে বলে তারা জানান।



banner close
banner close