শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

মালয়েশিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩

শেয়ার

মালয়েশিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
ছবি: সংগৃহীত

বিশ্ব আশেকে রাসূল (সা.) অর্গানাইজেশন ও কদর ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মালয়েশিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এই মহতি আয়োজনের নেতৃত্ব দেন মোহাম্মদী ইসলামের প্রধান এবং কদর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. কুদরত-এ-খোদা । তার দিকনির্দেশনায় ‘আশেকে রাসূল’ সংগঠনের উদ্যোগে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন এই মিলাদ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায়।

জুমার নামাজ শেষে, শুক্রবার দুপুর দুইটায় শোভাযাত্রাটি শুরু হয় কুয়ালালামপুরের ঐতিহাসিক মসজিদ ইন্ডিয়ার সামনে থেকে। এটি জামেক মসজিদ সড়ক, কোতারায়া সড়ক ও মারদেকা সড়ক প্রদক্ষিণ করে আবার মসজিদ ইন্ডিয়া প্রাঙ্গণে ফিরে আসে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ।

এই আয়োজনে অংশগ্রহণ করেন কান্ট্রি কো-অর্ডিনেটর আজলিজাম বিন কামসেরি, জুলকিফলি বিন হারুন, আশেকে রাসূল ফজি বিন সামি, আনোয়ার হোসেন, বকুল, তফাজ্জল হোসেন, নুর আলম রায়হান, জসিম উদ্দিন সোহাগসহ মালয়েশিয়ান মাদ্রাসার হাফেজগণ ও বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানরা।

ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের শত শত আশেকে রাসূল ভাই-বোন অংশগ্রহণ করেন এতে।

শান্তিপূর্ণভাবে আয়োজিত এই কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৫০ জন পুলিশের পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

শোভাযাত্রার সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক ও পুলিশের সমন্বিত স্কট ব্যবস্থা এই আয়োজনকে করে তোলে আরও দৃষ্টিনন্দন ও সুসংগঠিত।



banner close
banner close