রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৩৬

শেয়ার

উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
ছবি: সংগৃহীত

উজবেকিস্তানের তাসখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ইসলামিক চিন্তাবিদরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের শিক্ষা ও আদর্শ তুলে ধরেন। অন্যান্য বক্তারাও নবীজির সীমাহীন ত্যাগ, অনুপম চরিত্র ও মানবতার বার্তা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, নবীজির আদর্শ অনুসরণেই বিশ্বে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হতে পারে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মানবজাতির শান্তি ও অগ্রগতি কামনা করা হয়।

এ আয়োজনে তাসখন্দে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ধর্মীয় আবহ ও ভ্রাতৃত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।



banner close
banner close