রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

গ্রিসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:২৫

শেয়ার

গ্রিসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রিসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিস বিএনপির প্রধান আহ্বায়ক ফারুক মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপু। কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন গ্রিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সুফি।

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, জসিম উদ্দিন, হাফেজ আহমদ, ইদ্রিস আলী আজিজ, মোক্তার হোসেনসহ আরও অনেকে। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নেতৃত্ব তুলে ধরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তারা বলেন, প্রবাসে থেকেও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়, যেখানে গান পরিবেশন করেন জিসা শ্যাম ও দোয়েল সংগঠনের শিল্পীরা। এর আগে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।



banner close
banner close