রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

পিসিসির সভাপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১২

শেয়ার

পিসিসির সভাপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম পোল্যান্ডের চেম্বার অব কমার্স (পিসিসি), ইমপোর্টস, এক্সপোর্টস অ্যান্ড কোপারেশনের সভাপতি আন্দ্রেজ লাইকোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত ২৯ আগস্ট পোজনানে পিসিসির সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

সোমবার এক বার্তায় এ তথ্য জানায় ওয়ারশের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, সাক্ষাতে তারা বাংলাদেশ-পোল্যান্ড বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার এবং পোশাক খাতের বাইরে তথ্যপ্রযুক্তি, ওষুধ, পাট, সিরামিক এবং কৃষি-খাদ্য পণ্যে সহযোগিতা বৈচিত্র্য আনার উপায় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত টেকসই পোশাক উৎপাদন, নারীর ক্ষমতায়ন এবং ইইউ মান মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের অর্জন তুলে ধরেন। একইসঙ্গে পোলিশ ব্যবসায়ীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগের সুযোগ অন্বেষণ করতে উৎসাহিত করেন।

উভয় পক্ষই বিটুবি সংযোগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়িক চেম্বারগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর জন্য গুরুত্বারোপ করেন।



banner close
banner close