রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা; মিশনের পক্ষ থেকে ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১২:২৫

আপডেট: ২৬ আগস্ট, ২০২৫ ১৬:০৯

শেয়ার

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা; মিশনের পক্ষ থেকে ব্যাখ্যা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত এক মতবিনিময় সভাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে বিষয়ে কনস্যুলেটের পক্ষ থেকে ব্যাখ্যা প্রদান করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে গত রবিবার ২৪ আগস্ট কনস্যুলেট প্রাঙ্গণে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীসহ প্রায় দেড় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কনস্যুলেটের অনুরোধে নিউইয়র্ক সিটি পুলিশ পূর্ব থেকেই কনস্যুলেট এর আশপাশে মোতায়েন ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বিকেল ৫টার পর থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী কনস্যুলেট ভবনের সামনে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তারা অনুষ্ঠানে আগত অতিথিদের ধাওয়া করে প্রবেশে বাধা দেন। একপর্যায়ে অতিথিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং একই ভবনের অন্য একটি অফিসের কাঁচের দরজায় আঘাত করলে সেটিতে ফাটল ধরে।

ঘটনার সময় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে। কনস্যুলেট জানিয়েছে, ঘটনার স্থিরচিত্র ভিডিও প্রমাণ ইতোমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণে স্থানীয় কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

প্রধান অতিথি নির্ধারিত সময়ে নিরাপত্তা নিশ্চিত করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং মতবিনিময় নৈশভোজ শেষে নির্বিঘ্নে গন্তব্যে ফিরে যান। অনুষ্ঠানের আগে বা পরে দুষ্কৃতিকারীদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ বা সাক্ষাৎ ঘটেনি বলেও কনস্যুলেট স্পষ্ট করেছে।

বিবৃতিতে বলা হয়, পরিকল্পিতভাবে ব্যর্থ হয়ে কিছু পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ধরনের অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক



banner close
banner close