রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

যুক্তরাজ্যে এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়ার ব্যাডমিন্টন প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১১:৩২

আপডেট: ২১ আগস্ট, ২০২৫ ১১:৩৬

শেয়ার

যুক্তরাজ্যে এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়ার ব্যাডমিন্টন প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহত্তর শাহারপাড়াবাসীর যুব সংগঠন ‘এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়া’ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে। মঙ্গলবার লন্ডনের স্পোর্টস ডক সেন্টারে আয়োজিত এ টুর্নামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক খেলোয়াড় অংশ নেন।

প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়-এডভান্সড ও বিগিনার। এডভান্সড বিভাগে ২০টি দল ও বিগিনার বিভাগে ১০টি দল অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, কমিউনিটি নেতা দবির মিয়া কামালীসহ আরও অনেকে। অতিথিরা আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলায়েন্স গ্রুপের সদস্য সুমন খান। আয়োজন সফল করতে সহায়তা করেন গ্রুপের সদস্য আশ্বাদুর কামালী, নুনু মিয়া কামালী, টুনু মিয়া, ওলীদ কামালী ও রউজ কামালী।

স্পন্সরদের মধ্যে ছিলেন তৈয়ব মিয়া কামালী, জহিরুল হক কামালী, শামীম কামালী, ফেরদৌস কামালী, সোহেল মিয়া, কবির আহমদ মিনু, লোকমান কামালী, বখতিয়ার খান এবং হোটেল গ্রান্ড শাহ কামাল।

আয়োজকরা জানান, কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার চর্চা বাড়াতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে তা অব্যাহত থাকবে।



banner close
banner close