লন্ডনে গীতবীণার আত্মপ্রকাশ, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি, গীতবীণার যাত্রা, সাংস্কৃতিক সন্ধ্যায় সম্মাননা গ্রহণ করে গুণীজনরা বলেন, একটি ফুল মানে একটি ভালো কাজ। আমরা যদি ভালো কাজ, সৃজনশীল কাজ করে যেতে পারি প্রতিদিন, তাহলে মনে করতে হবে একটি ফুল ফোটানো গেল। লন্ডনে এই প্রবাস জীবনে থেকে সংস্কৃতিচর্চা চালিয়ে যাওয়া সহজ কথা নয়, যারা করছেন তাদের প্রতি হৃদিক ভালোবাসা।
বক্তারা আরও বলেন, বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি, গুণীজন সম্মাননা ও গীতবীণার শুভযাত্রায় অভিনন্দন। তাদের মুক্তবুদ্ধির চর্চা হোক দীর্ঘস্থায়ী।
হলভর্তি উপস্থিত দর্শক পিনপতন নীরবতায় রবীন্দ্র সংগীত উপভোগ করেন। শুরু থেকেই গীতবীণার পরিবেশনায় সংগীত পরিবেশন করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন শিল্পী সুনীতা চৌধুরী, মিতালী বনোয়ারী ও রুমী হক।
অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন– রবীন্দ্র সংগীত শিল্পী মনসুরা বেগম, মোস্তাফা কামাল মিলন ও ড. শ্যামল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে সংগীত-নৃত্যে অসামান্য অবদান রাখার জন্য গীতবীণা গুণীজন সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও রবীন্দ্র সংগীত শিল্পী মনসুরা বেগম।
আরও পড়ুন:








