রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ইতালিতে লেকের পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫ ১০:৪৫

শেয়ার

ইতালিতে লেকের পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ইতালিতে লেকের পানিতে ডুবে প্রবাসী বাংলাদেশি আব্দুস সামাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ত্রেনতিনো অঞ্চলের মোলভেনো লেকে পরিবারসহ বনভোজনে গেলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ইতালি পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মুমূর্ষু অবস্থায় সামাদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু ইতালি প্রবাসী আবুবক্কর সিদ্দিকের ছেলে।

জানা গেছে, প্রায় ২০ বছর যাবৎ ইতালি বাস করছেন আবু বক্কর সিদ্দিক। বিয়ের পর স্ত্রী-সন্তানকে নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের পরিবারে দুটি ছেলে সন্তান রয়েছে। আব্দুস সামাদ রাউফ তাদের বড় ছেলে।

রাউফ ইতালির ভেনিস শহরের একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাবা আবু বক্কর সিদ্দিক ভেনিসের এবিএম জাহাজ নির্মাণ কোম্পানির চেয়ারম্যান।



banner close
banner close