রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ফ্রান্স দর্পণ পত্রিকার কমিউনিটি অ্যাওয়ার্ড ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:৪৪

শেয়ার

ফ্রান্স দর্পণ পত্রিকার কমিউনিটি অ্যাওয়ার্ড ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

ইউরোপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণমাধ্যম ফ্রান্স দর্পণের দশ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কমিউনিটি অ্যাওয়ার্ড২০২৫’ অনুষ্ঠান হয়েছে। শনিবার সন্ধ্যায় প্যারিসের অভারভিলায় একটি অভিজাত হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী সমাজে বিশেষ অবদান রাখা গুণীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী ও ইশারাত মেঘলা। পবিত্র কুরআন তেলাওয়াত ও ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম বলেন, দশ বছরের পথচলায় আমরা প্রবাসীদের সাফল্য ও ইতিবাচক সংবাদ তুলে ধরেছি। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন স্কটল্যান্ডের পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নজির আহমেদ, বিবিসি ওয়ার্ল্ডের লন্ডন সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ হাসনাত জাহান, কমিউনিটি ব্যক্তিত্ব মোজ্জামেল হক, প্রকাশক মিয়া মাসুদ, মিল্টন সরকার, ফারুক আহমেদ, মামুন মিয়া,শাহিন আরমান চৌধুরী, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য সোনিয়া জামান প্রমুখ।



banner close
banner close