রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ডেনমার্কে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১১:৫২

শেয়ার

ডেনমার্কে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তা না হলে এক বছর আগে শহীদ আবু সাঈদ-মুগ্ধসহ অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে অর্জিত প্রকৃত বিপ্লব সফল হবে না। কারণ স্বৈরশাসক দেশকে থেকে পালালেও তাদের দোসররা এখনো দেশের সর্বত্র ঘাপটি মেরে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

দূতালয়ের প্রধান তন্ময় মজুমদারের উপস্থাপনায় এতে বক্তব্য দেন ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, ডেনমার্ক শাখা বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া হাসান, জুলাই রেভোল্যুশন ইউনিটি ডেনমার্কের সংগঠক সামছুল চৌধুরী, মহিবুর রহমান, মেহেদী হাসান তালহা, বিএনপি নেতা শেখ মতিউজ্জামান মামুন, সোনিয়া সারোয়ার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম সবাইকে অভ্যর্থনা জানান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও জুলাই অনির্বাণ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম বলেন, ‘বৈষম্য, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার লড়াইয়ে সব শ্রেণিপেশার মানুষ রাস্তায় নেমেছিল এবং শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য ছাত্র-জনতার জীবনের বিনিময়ে স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল। তাদের এই আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে এবং তারা যে উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল সেটাকে আমাদের ধারণ করতে হবে।’

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি পরিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যাবর্তনের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শামিল হতে ডেনমার্কের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।



banner close
banner close