পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয় জুলাই ঘোষণাপত্রসহ ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ বিশেষ গ্যালারিসহ আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তারা জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। পরে জুলাই আগস্টের স্মৃতিচিহ্ন শীর্ষক বিশেষ গ্যালারি ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ উদ্বোধন করা হয়। সেই সঙ্গে উন্মোচিত করা হয় জুলাই ঘোষণাপত্র।
গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেয়া এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত এম মাহফুজুল হক।
পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের পর্তুগালের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ এবং দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য প্রবাসীদের আগ্রহ সম্মিলিত গণস্বাক্ষর আহ্বান করেন।
আরও পড়ুন:








