রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে গ্রিসে শোক বই স্বাক্ষরের আয়োজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১১:২৬

শেয়ার

ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে গ্রিসে শোক বই স্বাক্ষরের আয়োজন
ছবি: সংগৃহীত

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশু ও অন্যদের স্মরণে গ্রিসে শোক বই স্বাক্ষরের আয়োজন করা হয়েছে। এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ২৮-২৯ জুলাই আয়োজন করা হয় একটি আনুষ্ঠানিক শোক বই স্বাক্ষর কার্যক্রম।

শোক জানাতে বাংলাদেশ দূতাবাসে আসেন তুরস্ক, ভারত, পাকিস্তান, চেক প্রজাতন্ত্র, কোরিয়া, জর্ডান, জর্জিয়া, ইরান, লিথুয়ানিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, সুইজারল্যান্ড, স্লোভাকিয়া, ফিলিপাইন, কাতার, সাইপ্রাস, লেবানন দক্ষিণ আফ্রিকা, ইউকেসহ এথেন্সে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

এছাড়াও গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এনাইন ডিরেক্টরেটের একজন প্রতিনিধি দূতাবাসে এসে শোক বইতে স্বাক্ষর করেন ও সমবেদনা জানান।

শুধু সরাসরি উপস্থিতি নয়, ইলেকট্রনিক বার্তার মাধ্যমে শোক প্রকাশ করেছেন অনেক দেশের দূতাবাস। রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গন থেকেও সহানুভূতির বার্তা এসেছে।

এক বিবৃতিতে সব কূটনীতিক ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।



banner close
banner close