ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় দুবাইয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানীতে উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে অফিসের উদ্যোগে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বাদ আসর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আরও পড়ুন:








