রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১০:৩৫

শেয়ার

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

সোমবার কাঠমান্ডুতে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস জানায়, নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আগামী দিনে দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেন। তারা ব্যবসা-বাণিজ্য, জ্বালানি ও বিদ্যুৎসহ বিদ্যমান ক্ষেত্রগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি কৃষি ও খাদ্য নিরাপত্তা, বস্ত্র, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা, পর্যটন ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষাবিদ ও থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ অন্বেষণ নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতি ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রীর সহায়তা কামনা করেন। প্রতিক্রিয়ায় মন্ত্রী রাষ্ট্রদূতকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।



banner close
banner close