কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ৩৬তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ।
১০ থেকে ১২ জুলাই পর্যন্ত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান ৭৫৩টি বুথে অংশ নেয়।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে– চীন, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, জাপান ও ইরান। মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট এ মেলার আয়োজন করে।
১১ জুলাই আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটিসবিষয়ক মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনি।
শনিবার মেলায় আয়োজিত বিজনেস ম্যাচিং অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
সেখানে তিনি আয়োজকদের আমন্ত্রণে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী প্রতিনিধি, চেম্বার ও সংগঠনের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
অনুষ্ঠানে গুয়াংডং ফুড অ্যান্ড প্যাকেজিং মেশিনারি ট্রেডস অ্যাসোসিয়েশন, পেনাং ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, তেওচিউ মার্চেন্টস অ্যাসোসিয়েশন পেনাং, মালয়েশিয়া পেনাং এলিট ওমেনপ্রেনার’স অ্যাসোসিয়েশন, দেওয়ান পারনিয়াগান উসাহাওয়ান মালয়েশিয়ার সদস্যসহ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে বিশেষ সম্মাননা দেয়া হয়, যা গ্রহণ করেন হাইকমিশনার মো. শামীম আহসান। পরে হাইকমিশনার অন্য অতিথিদের সঙ্গে মেলার বিভিন্ন স্টল, বিশেষ করে বাংলাদেশের দুটি স্টল পরিদর্শন করেন।
এ সময় তিনি হাইকমিশনের স্টলে আসা ব্যবসায়ী ও দর্শনার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্যের সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
আরও পড়ুন:








