রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

শিগগিরই মালয়েশিয়ার জোহর বাহরুতে চালু হচ্ছে কনস্যুলেট জেনারেল অফিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১৪:৪৩

শেয়ার

শিগগিরই মালয়েশিয়ার জোহর বাহরুতে চালু হচ্ছে কনস্যুলেট জেনারেল অফিস
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর বাহরুতে শিগগিরই কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি পেনাংয়েও একটি কনস্যুলেট অফিস খোলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবনে আয়োজিত এক সভায় এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কুয়ালামপুর বাংলাদেশ হাইকমিশন জানায়, আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন। এর আগে তিনি সেখানে পৌঁছালে হাইকমিশনের নতুন চ‍্যান্সারি ভবনে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান হাইকমিশনার মো. শামীম আহসান এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা।

এরপর মিশনের মিলনায়তনে সবার উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাইকমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা করা হয়।

উপস্থাপনা শেষে হাইকমিশনার স্বাগত বক্তব্য দেন যেখানে তিনি প্রথমবারের মত কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন এবং মিশনের সদস্যদের সাক্ষাতের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তাদের প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে পাসপোর্ট বিতরণসহ অন্যান্য সেবা দেওয়ার ক্ষেত্রে প্রবাসীদের সঙ্গে সংবেদনশীল আচরণ এবং সেবার মান উন্নয়নে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন।



banner close
banner close