শনিবার

২৪ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

জনতা ব্যাংক ইউ এ ই নির্বাহী কার্যালয় ও আবুধাবি শাখা উদ্ভোধন

আমিরাত প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ১৪:০২

শেয়ার

জনতা ব্যাংক ইউ এ ই নির্বাহী কার্যালয় ও আবুধাবি শাখা উদ্ভোধন
আবুধাবি শাখা উদ্ভোধন।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনতা ব্যাংক পিএলসি এর ইউএই নির্বাহী কার্যালয় ও আবুধাবি শাখার আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে।

সোমবার (১৯ মে ২০২৫) জনতা ব্যাংক পিএলসি এর সম্মানিত চেয়ারম্যান ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এসময় দূতাবাসের উপ প্রধান শাহনাজ রানু, কাউন্সিলর সাইফুল ইসলাম এবং কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এবং ব্যবস্থাপক রেজাউল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আবুধাবি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর, রাজা মল্লিক, আবু জাহেদ ইমরান সিআইপি, মাহমুদ আজম খান সিআইপি এবং নুর হোসেন সুমনসহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে ইলেক্টা রোডের পুরোনো কার্যালয়টি বড় পরিসরে বর্তমান হামদান রোডে স্থানান্তরিত হয়।

উদ্ভোধন পরবর্তীতে রাষ্ট্রদূত, ব্যাংকের চেয়ারম্যান ও অন্যান্য উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের মুক্ত আলোচনা হয়। এতে গ্রাহকগণ ব্যাংকের বর্তমান সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে ধরে ব্যাংকিং সেবার মান আরও যুগোপযোগী করণের প্রস্তাব করেন।

এসময় কর্তৃপক্ষ গ্রাহকদের সমস্ত অভিযোগ আমলে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

banner close
banner close