শনিবার

২৪ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

ব্রিটেনের লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন শাহানারা নাসের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ০৯:১৩

শেয়ার

ব্রিটেনের লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন শাহানারা নাসের
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের লুটন কাউন্সিলের (২০২৫-২৬) নতুন ডেপুটি মেয়র হয়েছেন শাহানারা নাসের। প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এ ছাড়া লুটন বরো কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন, কাউন্সিলর এমি নিকলস।

মঙ্গলবার লুটন কাউন্সিলের বার্ষিক সভায় বিদায়ী মেয়র তাহমিনা সেলিমের সভাপতিত্বে নতুন মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়।

কাউন্সিলর শাহানারা নাসেরের নতুন দায়িত্ব গ্রহণ নি:সন্দেহে একটি মাইলফলক। গ্রেইট ব্রিটেনে দিনে দিনে মূলধারার রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অংশ গ্রহণ আশার আলো জাগিয়েছে। বিশেষ করে নারীদের অংশ গ্রহণে পথকে আরও সুগম করেছে। সরাসরি নির্বাচনেও অংশগ্রহণ করছেন নারীরা।

জানা যায়, ২০২৩ সালের ৪ মে যুক্তরাজ্যের লুটন কাউন্সিলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেন শাহানারা নাসের। লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে প্রথমবারের মতো বাঙালি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৫২৫। তিনি লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন।

এবার কাউন্সিলর শাহানারা নাসের এর দায়িত্ব আরেকটু বেড়ে গেল। চলতি বছরের ২০ জুন থেকে তিনি লুটন কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব গ্রহণ করছেন। তিনি লুটনের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাবেক শিক্ষক শাহ আবু নাসেরের সহধর্মিণী।

banner close
banner close