
কুয়ালালামপুরের একটি শপিং মলে অভিযান পরিচালনা করে ২৬ বাংলাদেশিসহ ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্বে ছিলেন ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক তুয়ান জাফরি বিন এমবোক তাহাসহ পুত্রাজায়ার ইমিগ্রেশন বিভাগ সদর দফতরের ১০৬ জন কর্মকর্তা।
ইমিগ্রেশন বিভাগ জানায়, মোট ৯৬৪ জন ব্যক্তিকে পরীক্ষা করে বিভিন্ন অভিবাসন অপরাধে জড়িত থাকায় ১৪৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, সিরিয়া, নেপাল, আফগানিস্তান এবং চীনের নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে।
যাচাই-বাছাই করে দেখা যায়, আটকদের দেশটিতে থাকার অনুমতি নেই, অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করাসহ ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য আটকদের অভিবাসী-লকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেয়া হয়েছে।
আরও পড়ুন: