বৃহস্পতিবার

১৫ মে, ২০২৫
১ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৮ জিলক্বদ, ১৪৪৬

বার্সেলোনায় অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়ার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৫ ১০:৩৫

শেয়ার

বার্সেলোনায় অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়ার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

স্পেনের বার্সেলোনার অন্যতম বৃহৎ ও প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া’ (মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠন) এর ৮ম মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত রোববার স্থানীয় একটি রেস্তোরায় আয়োজিত এক সভায় সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক শফিক খানের সঞ্চালনায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মোট ১৮১ জন সদস্য স্থান পেয়েছেন। নেতৃত্বে রয়েছেন, সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাফার হোসাইন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি শফিক খান ও সোহেল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।

banner close
banner close