বৃহস্পতিবার

১৫ মে, ২০২৫
৩১ চৈত্র, ১৪৩২
১৭ জিলক্বদ, ১৪৪৬

গ্রিসে আগুনে পুড়ে গেছে বাংলাদেশি শ্রমিকদের অস্থায়ী বাসস্থান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১০:১৮

শেয়ার

গ্রিসে আগুনে পুড়ে গেছে বাংলাদেশি শ্রমিকদের অস্থায়ী বাসস্থান
ছবি: সংগৃহীত

গ্রিসের পশ্চিমাঞ্চলের ইলিয়া প্রদেশের নেয়া মানোলাদা এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের প্রায় অর্ধশতাধিক অস্থায়ী বাসস্থান স্থানীয়ভাবে পরিচিত ‘পারাঙ্গা’ পুড়ে গেছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ আগুনের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা জানান, আগুনে বহু প্রবাসীর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যক্তিগত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৭ শতাধিক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয়রা ধারণা করছেন, রান্নার কাজে ব্যবহৃত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের পারাঙ্গাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বেশিরভাগ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, তারা এখন খোলা আকাশের নিচে রয়েছেন এবং জরুরি সহায়তার প্রয়োজন।

নেয়া মানোলাদা এলাকায় প্রায় ১০ হাজার বাংলাদেশি কৃষিশ্রমিকের কাজ করেন। যারা মূলত স্ট্রবেরি চাষে নিযুক্ত। তাদের অনেকেই অস্থায়ী পারাঙ্গায় নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

এর আগে ২০১৮ এবং ২০২১ সালে একই এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের পারাঙ্গা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।

banner close
banner close