
ইতালির দ্বীপ সিসিলির রাজধানী পালেরমো থেকে গত শুক্রবার, ৯ মে দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে সন্ত্রাসবাদের উসকানি দেয়ার অভিযোগে তাদের আটক করা হয়।
তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিবহণমন্ত্রী মাত্তেও সালভিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মাত্তেও সালভিনি বলেন, ‘জিহাদ এবং সন্ত্রাসবাদে উসকানি দেয় এমন কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না। তাদেরকে এখনই ইটালি থেকে বহিষ্কার করা হোক।’
ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনসার খবরে বলা হয়, আটক ওই দুই বাংলাদেশি সামাজিক মাধ্যমে জিহাদ করার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছিলেন।
সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে উসকানি দেয়ার অভিযোগে পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদের আটক করা হয়। তাদের গৃহবন্দি রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: