শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

প্রবাসীদের সেবা নিশ্চিতে কনসাল জেনারেলের সৌদির বিশা শহর সফর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ১০:৪৮

শেয়ার

প্রবাসীদের সেবা নিশ্চিতে কনসাল জেনারেলের সৌদির বিশা শহর সফর
ছবি : সংগৃহীত

প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলেটের সেবা সরাসরি পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহর বিশা ও তার পার্শ্ববর্তী এলাকা সফর করেছেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা জানায়, সম্প্রতি কনসাল জেনারেলের নেতৃত্বে পাসপোর্ট ও ভিসা, শ্রম কল্যাণ, কনস্যুলার এবং সোনালী ব্যাংক প্রতিনিধির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এ সেবা প্রদান করে। প্রতিনিধিদল দুইদিনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করেন।

সেবাগুলোর মধ্যে রয়েছে- পাসপোর্টের আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, ট্রাভেল পারমিট প্রদান, জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ, প্রবাসীদের আইনি সহায়তা বা প্রয়োজনীয় চিঠি সরবরাহ, প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধনের আবেদন গ্রহণ ও বিতরণ, সোনালী ব্যাংকের হিসাব খোলা, বন্ড ক্রয় করাসহ অন্যান্য সেবা।

উল্লেখ্য, পাসপোর্টের আবেদন গ্রহণের ক্ষেত্রে সেবাপ্রার্থীদের ই-পাসপোর্ট গ্রহণের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়। সবাইকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো ও স্থানীয় আইন কানুনগুলো গুরুত্বের সঙ্গে মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়।

প্রতিনিধিদলের সফরের শুরুর দিন রাতে বিশা অঞ্চলের ব্যবসায়ী প্রতিনিধি ও এ অঞ্চলে কর্মরত বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ব্যবসায়ী এবং পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশ থেকে বেশি হারে দক্ষ কর্মী নিয়োগের গুরুত্ব, সুযোগ এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।



banner close
banner close