বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১১ জিলক্বদ, ১৪৪৬

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মে, ২০২৫ ১৫:৩৬

আপডেট: ৮ মে, ২০২৫ ১৫:৩৬

শেয়ার

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ার পুত্রাজায়া হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের এক নিকট আত্মীয় জানান, মঙ্গলবার রাতে সায়বারজায়ার একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মেহেদী। এ সময় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। মাথার গুরুতর আঘাত নিয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মেহেদী হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা।

পারিবারিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে মালয়েশিয়ায় আসেন তিনি এবং নির্মাণকর্মী হিসেবে কাজ করতেন।

নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

banner close
banner close