বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

পোর্ট লুইসে উদযাপিত বাংলা নববর্ষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫ ১০:৪০

শেয়ার

পোর্ট লুইসে উদযাপিত বাংলা নববর্ষ ১৪৩২
ছবি: সংগৃহীত

বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসের উদ্যোগে মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইস দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে।

আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নববর্ষ উদযাপন শুরু হয়। বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলনমেলার মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটে।

হাইকমিশনার ড. জকি আহাদ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রা শুরু হওয়ার আগে হাইকমিশনার উপস্থিত অতিথিদের কাছে এর প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে ইউনেস্কো বাংলাদেশের এ আনন্দ শোভাযাত্রাকে ‘ইনটানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আমরা এই বর্ষবরণ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।’

এ সময় ড. জকি আরও বলেন, ‘আমরা দেশে অথবা বিদেশে যেখানেই থাকি, আমাদের চেতনার রং লাল-সবুজ। আমরা তরুণদের চেতনা ধারণ করি এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি।’

banner close
banner close