আত্মমানবতার সেবায়, সমাজিক উন্নয়নমূলক কাজ ও প্রবাসীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কুয়েতে মীরসরাই জনকল্যাণ সমিতি।
শুক্রবার কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাসাবিয়া আমান হোটেলে ইফতার মাহফিলে এ আহ্বান করেন বক্তারা।
এ সময় সংগঠনকে রাজনীতির বাহিরে রেখে প্রবাসে কারো বিপদে সবাই ঐক্যবদ্ধভাবে একে অন্যের পাশে থাকার সম্মতি প্রকাশ করেন তারা।
মীরসরাই জনকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মাদ সেলিম গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার পাশা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আনোয়ার শাহাদাত প্রমুখ।
ইফতার মাহফিলে সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
আরও পড়ুন:








