বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

মালয়েশিয়ায় ব্যবসায়ী হত্যা, গ্রেপ্তার ৫ বাংলাদেশি রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:২১

শেয়ার

মালয়েশিয়ায় ব্যবসায়ী হত্যা, গ্রেপ্তার ৫ বাংলাদেশি রিমান্ডে
মালয়েশিয়ায় ব্যবসায়ী হত্যা। ইনসেটে নিহত রবিউল শেখ। ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হওয়া রবিউল শেখের হত্যার তদন্তে সহায়তার জন্য দুই নারীসহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের ১৫ থেকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাহ আলম জেলা পুলিশ।

শনিবার  এক বিবৃতিতে এ তথ্য জানান সেলাঙ্গার রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল।

এসিপি মো. ইকবাল বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শাহ আলম রাজ্যের ৭ নম্বর জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার খবর পায় পুলিশ। এরপর শাহ আলমের পুলিশ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠায়। ঘটনাস্থলে হাসপাতালের চিকিৎসক ব্যবসায়ী রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় আঘাত ও শরীরে, হাত-পায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। আঘাতেই মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, চাপাতি দিয়ে মারাত্মক আঘাত পাওয়ার কারণে বাংলাদেশি ব্যবসায়ী রবিউল শেখের মৃত্যু হয়।

খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে হত্যার সাথে জড়িত সাতজনকে গ্রেপ্তার হওয়ার পরও তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মুদি দোকানের ভিতরে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এরপর এক পর্যায়ে ওই কর্মচারী মাংস কাটার ছুরি দিয়ে আঘাত করে। আঘাতের পরপরই রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়েন।

শাহ আলম রাজ্যের পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের পূর্বে থানায় কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তারা মাদক পরীক্ষায়ও নেতিবাচক ছিল।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গ্রেপ্তার ৭ জনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের সবাইকে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

banner close
banner close