বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অবৈধ অভিবাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:২০

শেয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অবৈধ অভিবাসী গ্রেফতার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অভিবাসী দমন অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৭ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার  মধ্যরাতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

বুধবার  মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেছেন, মঙ্গলবার মধ্যরাতে সেলাঙ্গর রাজ্যের সারডাং এলাকার পাংসাপুরি তৈমুরের একটি ভবনে অভিযান চালায় দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। এ সময় ৩৭ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

অভিযানে, বিভিন্ন দেশের মোট ৮২ জনকে আটক করে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৫০ বছর বয়সি ৩৭ অভিবাসীকে বিভিন্ন অপরাধে আটক করা হয়।

শনাক্তকৃত অপরাধের মধ্যে রয়েছে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে ওই দেশে বসবাস এবং অন্যান্য অপরাধ যা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন। 

সংস্থাটি জানিয়েছে, আটকরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নাগরিক। তবে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।

ইমিগ্রেশন মহাপরিচালক জানিয়েছেন, অভিবাসীদের বিরুদ্ধে ওই দেশের জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অভিবাসীরা বৈধ পাস এবং পরিচয়পত্র ছাড়াই অ্যাপার্টমেন্ট ইউনিটগুলিতে বসবাস করে আসছিল। 

banner close
banner close