বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে পটিয়া বাসীদের মিলনমেলা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৫ ১৫:৩৭

আপডেট: ২১ জানুয়ারি, ২০২৫ ১৬:৩০

শেয়ার

সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে পটিয়া বাসীদের মিলনমেলা অনুষ্ঠিত 
ছবি: বাংলা এডিশন

শনিবার সংযুক্ত আরব আমিরাতের পর্যটন নগরী দুবাইয়ের মামজার পার্কে দেশটিতে বসবাসরত চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রবাসীদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

দুবাইয়ের মামজার পার্কে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সাত্তার ফাউন্ডেশন এবং ইউর্স হোম রিয়েল ইস্টেটের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি ও ইউ এ ই সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর।

অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, ফটোসেশন, মধ্যাহ্ন ভোজ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান ও রাস আল খাইমা থেকে আগত বিপুল সংখ্যক অতিথিদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে মামজার পার্ক পরিনত হয় একখন্ড পটিয়াতে।

আগতরা বলেন, কর্মব্যস্ততার কারনে প্রবাস জীবনে নিজ এলাকার বন্ধুবান্ধব ও স্বজনদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়ার তেমন সুযোগ হয়ে উঠে না। এধরনের আয়োজন নিজ এলাকার প্রবাসীদের পরস্পরের মধ্যে মিল বন্ধন অটুট রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই এ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।

banner close
banner close