বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ২১:৪৪

আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৪ ২১:৫১

শেয়ার

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে গত ১৩-১৫ ডিসেম্বর ব্রুনাইয়ের রিজকুন ইন্টারন্যাশনাল হোটেলে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হয়। বাংলাদেশ থেকে চার জন বাবুর্চিকে ফুড ফেস্টিভ্যালে রান্নার জন্য নিমন্রণ জানানো হয়। ‘সুন্দরবন টুরিজম’ এর অধীনস্ত ওই চারজন বাবুর্চি সরাসরি রান্নার মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মনোরঞ্জন করেন। তাদের মধ্যে ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশী নাগরিকের পাশাপাশি স্থানীয় ব্রুনাইবাসী ও অন্যান্য দেশের নাগরিকরাও উপস্থিত ছিলেন।

সেসময় ব্রুনাইয়ে প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশী পণ্য পরিবেশন করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশনের প্রতিনিধিবৃন্দ, ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রনালয়, শ্রম বিভাগ, মৎস বিভাগ, কৃষি বিভাগের কর্মকর্তা, ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, সাংবাদিক, শিল্পী, মিডিয়া কর্মী, ব্রুনাইয়ে বসবাসরত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের নাগরিকবৃন্দ সহ মোট প্রায় ১৩০ জন বাংলাদেশী ফুড ফেস্টিভ্যালে যোগদান করেন।   

এছাড়াও ব্রুনাই দারুস্সালামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৫৪-তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এ লক্ষ্যে সারাদিন ব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে আমন্ত্রিত অতিথিদের আগমনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের তালে তালে বাংলাদেশ হাইকমিশনার নওরীন আহসান জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, মুক্তিযুদ্ধে শহীদদের সন্মানে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

মহান বিজয় দিবসের এই শুভলগ্নে মহামান্য রাষ্ট্রপতি ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পক্ষে থেকে প্রেরিত বানী পাঠ করে শোনান বাংলাদেশ হাইকমিশনার ও কাউন্সেলরবৃন্দ। তারপর মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সেসময় আরো উপস্থিত ছিলেন বগুড়ায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমীর সাবেক মহাপরিচালক জনাব এম এম মতিন। তিনি তার বক্তব্যে, মহান বিজয় দিবসের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতি আলোকপাত করেন। অন্যদিকে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও বিপ্লবে অংশ নিতে গিয়ে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যেসব সাহসী শিক্ষার্থী ও সাধারণ মানুষ আজীবন প্যারালাইসিস, স্থায়ী ইনজুরি, বিভিন্ন অঙ্গহানী ও দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের মহান আত্মত্যাগের প্রতি যথাযথ সন্মান জানিয়ে বাংলাদেশ হাইকমিশনার ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন।

বিজয় দিবস উদযাপনের শেষদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশ কমিউনিটির সন্মানিত সদস্যবৃন্দ কবিতা আবৃত্তি করেন এবং বাংলাদেশ কমিউনিটির শিশু-কিশোরদের মধ্য কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়। প্রতিযোগীরা বাংলাদেশ হাইকমিশনারের থেকে পুরষ্কার গ্রহণ করেন। বাংলাদেশ কমিউনিটির এবং বাংলাদেশ হাইকমিশনের গায়কেরা সমবেত কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অন্যদিকে চারজন বাংলাদেশী শ্রমিক দলবেঁধে বাউল সঙ্গীত পরিবেশন করে সবাইকে বিমোহিত করেন। বাংলাদেশী ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এছাড়াও, হাইকমিশনের উদ্যোগে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪’এবং ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৪’উদযাপিত হয়।

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, ব্রুনাই দারুসসালাম কর্তৃক গত ১৮ ডিসেম্বর হাইকমিশন প্রাঙ্গণে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ২০২৪ এবং  জাতীয় প্রবাসী দিবস’ ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্বেছায় রক্তদান কর্মসূচী গ্রহণ করে। ব্রুনাই এর সরকারি রিপাস হাসপাতাল এর সহযোগিতায় উক্ত কর্মসূচিতে বাংলাদেশী কর্মী, নিয়োগকর্তা, ব্রুনাইয়ান নাগরিক, হাইকমিশনার, প্রথম সচিব (শ্রম), হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ৩০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।

এই দিবসের মুল আয়োজন হিসেবে বিকাল তিনটায় বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গনে হাইকমিশনার এর সভাপতিত্ত্বে একটি আলোচনা সভা ও কৃতি প্রবাসী সংবর্ধনা আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ব্রুনাইয়ে অবস্থানরত ব্যবসায়ী, কর্মী, ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। একইসঙ্গে, ব্রুনাই এর লেবার ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও পূর্ব-তিমুরের ব্রুনাইস্থ দূতাবাস এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক এই দিবস উপলক্ষ্যে প্রেরিত একটি ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। পরবর্তীতে ব্রুনাই-এর বিভিন্ন সেক্টরে কর্মরত সর্বমোট ১৫ জন কৃতি বাংলাদেশি কর্মী, ডাক্তার, প্রকোশলী, অধ্যাপক, ব্যবসায়ীবৃন্দকে হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। ব্রুনাই ও বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশী নাগরিকরা আরো অবদান রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।

এছাড়াও ব্রুনাইয়ে একটি কোম্পানিতে কর্মরত একজন কর্মী, যিনি প্রায় ৩০ বছর ধরে কাজ করছেন এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশেও ব্রুনাইয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেবা প্রদান করেছেন, তাঁকে এবং তার গ্রুপ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পরবর্তীতে উক্ত কোম্পানিতে কর্মরত ৪৮ জন কর্মীর জন্য কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়।

সর্বোপরি, আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪ এবং জাতীয় প্রবাসী দিবস’ ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশী কর্মীদের জন্য আগামী ২৭ ডিসেম্বরে বিশেষ স্বাস্থ্য পরামর্শ ক্যাম্পেইন আয়োজন করা হবে। বাংলাদেশ হাইকমিশন, ব্রুনাই দারুসসালামের পক্ষ থেকে এই দিবসের মূল প্রতিপাদ্যের সাথে সংগতি রেখে সেবা প্রদান কার্যক্রম অব্যহত থাকবে।

banner close
banner close