প্রিয়জন, বন্ধু-বান্ধব বা গ্রুপ মিলে ঘুরতে যাবেন? কোথায় উঠবেন? কক্সবাজার?!!! তাহলে বর্তমান সময়ের ক্রেজ..., সবচেয়ে আধুনিক স্থাপত্যশৈলী, বেডে শুয়ে পাহাড়-সমুদ্রের মেলবন্ধনের অপরূপ ছোঁয়া, ব্র্যান্ড নিউ এবং আন্তর্জাতিক হোটেলের কথা চিন্তা করলে প্রথমেই যে হোটেলটির কথা আপনার মনে আসবে সেটি হচ্ছে ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেল।
প্রকৃতির অপরূপ লীলাভূমি কক্সবাজারের অন্যতম আকর্ষণ কেন্দ্র হলো হিমছড়ি। আর এই হিমছড়িতেই দেশের পর্যটন শিল্পে শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের চার তারকা ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেল। এটি নান্দনিক স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ। এই হোটেল নির্মাণের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পে শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। কারণ, বাংলাদেশের পর্যটন শিল্পে সবচেয়ে বেশি আস্থা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে গোল্ডস্যান্ডস গ্রুপ।
প্রতিটি হোটেলের মালিকানা নিশ্চিত করা হয়েছে সাফকবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে। বর্তমানে পর্যটন শিল্পে সবচেয়ে নিরাপদ ও লাভজনক হলো হোটেল ব্যবসা—যেখানে বিনিয়োগ হারানোর কোনো ভয় নেই। সম্পদের রাজা হোটেল, যা যেমন বাড়বে, রিটার্নও তেমন। বিনিয়োগ করুন, আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত রাখুন।
কক্সবাজারের হিমছড়িতে ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেলে স্যুইট ও আংশিক মালিকানা ক্রয় করলেই পাবেন আজীবন হালাল ও সুদমুক্ত নিশ্চিত আয়। যাদের বিনিয়োগে বাংলাদেশের প্রথম সুদমুক্ত ও হালাল আয়ের ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেল নির্মিত হয়েছে, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন।
দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা হোটেল এই ‘বে হিলস’, যা আমেরিকান চেইন অপারেটর বেস্ট ওয়েস্টার্ন প্লাস-এর মাধ্যমে পরিচালিত হবে। এই হোটেলের মালিকরা বংশানুক্রমে মালিকানা নিশ্চিত করার পাশাপাশি পাচ্ছেন সম্পত্তি, যা উচ্চমূল্যে বিক্রয় ও হস্তান্তরযোগ্য।
গ্রাহকদের জন্য সবচেয়ে আস্থার বিষয় হলো, গোল্ডস্যান্ডস গ্রুপের সবগুলো প্রকল্পই ব্যাংক ঋণ ও সুদমুক্ত। প্রবাসী ভাইয়েরাও আমাদের সহযোগিতা করছেন—প্রবাস থেকে ফিরে হোটেল ব্যবসায় কষ্টার্জিত টাকা বিনিয়োগ করে ভবিষ্যৎ গড়ে তুলছেন।
বর্তমানে ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেলে বুকিং চলছে। আপনার মালিকানা নিশ্চিত করার আগে একবার ঘুরে আসুন—পরিবার নিয়ে উপভোগ করুন ওয়ার্ল্ড ক্লাস আতিথেয়তা, নিজের চোখে দেখে আসুন প্রকৃতির অপার সৌন্দর্য। যেখানে সমুদ্র ও পাহাড় মিলেমিশে একাকার। ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেলে প্রকৃতির সঙ্গে অবকাশ যাপনের এক নৈসর্গিক আনন্দ উপভোগ করুন।
হোটেল রুমের এক পাশে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে বিশাল সমুদ্র, অন্য পাশে পাহাড়ের মিতালি। উপরে রয়েছে বিস্তীর্ণ আকাশ। সকালে ঘুম থেকে উঠে এই সৌন্দর্য উপভোগ করতে করতে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবুন—মাঝেমধ্যে মনেই হবে না আপনি দেশে আছেন।
কক্সবাজারে বসেই পাচ্ছেন সব ফ্যাসিলিটি ও আতিথেয়তা—একটি পূর্ণাঙ্গ হলিডে ইনজয়ের অভিজ্ঞতা, বিশ্বমানের। আপনার অ্যাকাউন্টে লভ্যাংশ জমা হবে। তখন কেমন লাগবে আপনার? আর ঠিক এই কারণেই সবার কাছে গোল্ডস্যান্ডস গ্রুপ সবার আস্থার প্রতীক।
গোল্ডস্যান্ডস গ্রুপ শুধু কক্সবাজারের হিমছড়িতেই নয়, এর পাশাপাশি পর্যটন রাজধানী কলাতলীতে বে স্যান্ডস হোটেল, সাগরকন্যা কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছে—যার প্রত্যেকটিই হবে আন্তর্জাতিক পাঁচ তারকা মানের।
গোল্ডস্যান্ডস গ্রুপের রাজধানীর পূর্বাচলে ‘পূর্বাচল আমিন সিটি’ ও মাওয়ায় ‘গোল্ড সিটি’ নামে আধুনিক দুটি ল্যান্ড প্রজেক্টের কাজ এগিয়ে চলছে। পাশাপাশি দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপার্টমেন্ট প্রকল্প ‘গোল্ড প্যালেস’-এর। সব প্রকল্পেই বুকিং চলছে। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার।
‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেল শুধু গোল্ডস্যান্ডস গ্রুপের নয়, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে এক যুগান্তকারী স্থাপনা। বর্তমানে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ায় বিদেশি পর্যটকে সরগরম ও তাদের পদচারণায় মুখর থাকবে এই পর্যটন রাজধানী।
বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি ব্র্যান্ডিং বাংলাদেশ হিসেবে তারা বিশ্বব্যাপী অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। ফলে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাই গোল্ডস্যান্ডস গ্রুপের নিরলস পরিশ্রমের ফলে গড়ে ওঠা এই ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেল নিয়ে শুধু আমরা নই, বাংলাদেশের পর্যটন শিল্পও আজ গর্বিত।
তাই আর দেরি কেন? আজই চলে আসুন গোল্ডস্যান্ডস গ্রুপের করপোরেট হেড অফিস,
৪৭, নাসা হাইটস, গুলশান সাউথ অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।
এ ছাড়া যোগাযোগ করতে পারেন গোল্ডস্যান্ডস গ্রুপের মহাখালী, ধানমন্ডি, উত্তরা, তেজগাঁও এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও খুলশী ব্রাঞ্চে।
দেশের বাইরেও রয়েছে গোল্ডস্যান্ডস গ্রুপের অফিস—আমেরিকা ও দুবাইয়ে।
বিস্তারিত জানতে ফোন করুন 📞 ০১৮৭৭৭১৫৩৩৩ এই নম্বরে।
স্পন্সর: গোল্ডস্যান্ডস গ্রুপ
আরও পড়ুন:








