রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

লাউ খেলে ত্বকের যেসব উপকার হয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ২০:৪২

শেয়ার

লাউ খেলে ত্বকের যেসব উপকার হয়
ছবি: সংগৃহীত

এমন অনেক ফল ও সবজি আছে, যেগুলো আমাদের ত্বকের জন্য বেশ কার্যকরী। আপনি হয়তো এতদিনে জেনে গেছেন যে, বাইরে থেকে যতই যত্ন করা হোক না কেন, সঠিক খাবার না খেলে তা ত্বকের জন্য কার্যকরী হবে না। তাই রূপচর্চার পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের দিকেও। যেসব সবজি ত্বকের জন্য উপকারী তার একটি হলো লাউ। নিয়মিত লাউ খেতে পারলে আপনার ত্বকে কিছু পরিবর্তন শিগগিরই দেখতে পাবেন। চলুন জেনে নেয়া যাক লাউ খেলে ত্বকের কী উপকার হয়-

১. হাইড্রেটিং বৈশিষ্ট্য:

লাউ ত্বকের জন্য উপকারী হওয়ার একটি প্রধান কারণ হলো এতে থাকা পানির পরিমাণ। আমরা সকলেই জানি, হাইড্রেটিং খাবার এবং শাক-সবজি ত্বক রক্ষা করে, ভেতর থেকে পুষ্টি জোগায় এবং শুষ্কতা রোধ করে। লাউয়ে প্রায় ৯২-৯৬% পানি থাকে, যা এই সবজিকে হাইড্রেটিং সুপারস্টার করে তোলে।

২. ভিটামিন সি সমৃদ্ধ:

ত্বক ভালো রাখতে চাইলে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় থাকা আবশ্যক। এবং লাউ এর একটি চমৎকার উৎস। ভিটামিন সি ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায়। নিয়মিত লাউ খেলে তা ত্বককে উজ্জ্বল, সতেজ এবং পুনরুজ্জীবিত করতে কাজ করে।

৩. প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য:

ত্বকের জ্বালাপোড়া প্রশমিত করতে এবং লালচেভাব কমাতে চাইলে লাউ সেক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। কারণ এতে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, লাউয়ের জৈব-সক্রিয় যৌগ প্রদাহকে শান্ত করে এবং ত্বকের নিরাময় বৃদ্ধি করে। তাই আরও পরিষ্কার ও মসৃণ ত্বকের জন্য নিয়মিত লাউ খাওয়া শুরু করুন।

৪. কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে:

গবেষণা অনুসারে, লাউ একটি কোলাজেন-বর্ধক পাওয়ার হাউস, যা ত্বকের তারুণ্যের দৃঢ়তা বজায় রাখার জন্য অপরিহার্য। বয়সের সঙ্গে সঙ্গে কোলাজেন উৎপাদন স্বাভাবিকভাবেই হ্রাস পায়, তবে লাউয়ের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই প্রভাবকে প্রতিহত করতে সাহায্য করে। তাই নিয়মিত লাউ খেলে ত্বকে বয়সের ছাপ দেরিতে পড়বে।



banner close
banner close