রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

চোখের নিচের কালো দাগ দূর করতে কফির আইপ্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ২১:২৫

আপডেট: ২৭ জুন, ২০২৫ ২১:২৭

শেয়ার

চোখের নিচের কালো দাগ দূর করতে কফির আইপ্যাচ
ছবি: সংগৃহীত

চোখের নিচে কালো দাগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। কোনো কোনো ক্ষেত্রে সেই দুশ্চিন্তা চোখের নিচের কালো ছোপকে আরও বাড়িয়ে দেয়। তবে, আমাদের রোজকার খাওয়ার কফি দিয়েই তুলে ফেলতে পারেন চোখের নিচের এই কালো দাগ।

শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? তবে অবাক হলেও এটাই সত্য। আজকাল বলিউড তারকা থেকে শুরু করে অনেকেই চোখের নিচের কালো দাগ দূর করতে ব্যাবহার করছেন কফির আইপ্যাচ।

কফি দিয়ে যেভাবে বানাবেন আইপ্যাচ :

কফিতে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট, যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে নিয়ে আসে ঔজ্জ্বল্যও। তাই রুপচর্চায় কফির ব্যবহার বেশ পুরোনো।

কফির এই বিশেষ আইপ্যাচ বানানোর জন্য দরকার তিনটি উপকরণ। কফির গুঁড়ো, কুসুম গরম পানি এবং তু্লার প্যাড।

প্রথমে ১/৪ কাপ কুসুম গরম পানি ২ টেবিল চামচ কফির পাউডার ভিজিয়ে রাখুন

পানি ঠান্ডা হলে তার মধ্যে তুলার প্যাড ডুবিয়ে সেই ভেজা তুলার প্যাড চোখের নিচে দিয়ে রাখুন।

আধা ঘণ্টা রেখে দিন বা তুলার প্যাড শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর সরিয়ে নিন। সঙ্গে সঙ্গেই এর প্রভাব দেখতে পাবেন।



banner close
banner close