জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীতে দিনব্যাপী স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ১০টা থেকে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এই ক্যাম্পে ঢাকা ও বগুড়ার প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকরা নানা জটিল ও সাধারণ রোগের চিকিৎসা সেবা দিচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমানের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পে রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, ওষুধ ও পরামর্শপত্র প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, প্রায় পাঁচ হাজার মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ক্যাম্প শেষে বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আরও পড়ুন:








