রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

নেত্রকোনার আটপাড়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ১৪:২৫

শেয়ার

নেত্রকোনার আটপাড়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত
ছবি: সংগৃহীত

আপনার চোখকে ভালোবাসুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রথমে র‍্যালি ও পরে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাক স্বাস্থ্য কর্মসূচির নেত্রকোনা এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল বলেন, ‘চোখের যত্ন ও নিয়মিত চক্ষু পরীক্ষা সবার জন্য অত্যন্ত জরুরি। চোখের সমস্যা উপেক্ষা করলে তা স্থায়ী অন্ধত্বের ঝুঁকি বাড়ায়।’

তাই ছোট সমস্যা দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি আটপাড়া ছাড়াও স্থানীয় স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।



banner close
banner close