রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

শ্রীপুরে ছয় দফা দাবিতে কর্ম বিরতিতে স্বাস্থ্য সহকারীরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১৪:৪৩

আপডেট: ৪ অক্টোবর, ২০২৫ ১৪:৪৪

শেয়ার

শ্রীপুরে ছয় দফা দাবিতে কর্ম বিরতিতে স্বাস্থ্য সহকারীরা
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ৬ দফা দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শ্রীপুরের ব্যানারে কর্ম বিরতি পালন করে শ্রীপুরে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। শনিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্ম বিরতি পালিত হয়।

শ্রীপুর উপজেলা হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমীরুজ্জামান জানান, ‘বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবিতে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান)-সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সাভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। তিনি আরো জানান স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছি।’

শ্রীপুর উপজেলা হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শেখ আরো জানান, ‘বর্তমানে টিসিভি ক্যাম্পেইন, নিয়মিত ইপিআই কার্যক্রম সহ যাবতীয় টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের দাবী-দাওয়া আদায় না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। সরকার আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। আমরা সৃষ্টির সেরা জীব শিশুদেরকে ০ থেকে ১৮ মাসের শিশু, কিশোরী, গর্ববর্তী মহিলা ও করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে করোনার টিকাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। তারপরও সরকার আমাদের দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। তাই আমরা সরকারের কাছে আহব্বান জানাই, আমাদের দাবিগুলো মেনে নিয়ে স্বাস্থ্য সহকারীদের বৈষম্য দূর করুন।’

শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট শ্রীপুর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন, এস এম

শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সম্মানীত সদস্য মোহাম্মদ শামীম সহ উপস্থিত ছিলেন শ্রীপুরে কর্মরত সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ।



banner close
banner close