রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম দূরীকরণে ১২ দফা দাবিতে সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ১৩:১৫

শেয়ার

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম দূরীকরণে ১২ দফা দাবিতে সমাবেশ
ছবি: সংগৃহীত

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাসপাতালের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ১২ দফা দাবিনামা উত্থাপন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় শহরের শহীদ হৃদয় তারুয়া চত্বরে সামাজিক সংগঠন পটুয়াখালীর ফেলে আসা দিনগুলো-এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছে। বহির্বিভাগ ও জরুরি বিভাগের কার্যক্রম কার্যকর নয়, রোগীরা মানসম্মত চিকিৎসা পাচ্ছেন না। বেশিরভাগ পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের ভেতরে না হয়ে বাইরে করানো হচ্ছে। রোগীদের সরবরাহকৃত খাবারের মানও অত্যন্ত নিম্নমানের। এসব অনিয়মের অবসান ঘটিয়ে দ্রুত চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সরকারি হাসপাতাল জনগণের মৌলিক স্বাস্থ্যসেবার স্থান। তাই এখানে দুর্নীতি ও অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের ভেতরে সম্পন্ন করতে হবে, জরুরি বিভাগ ও বহির্বিভাগ শক্তিশালী করতে হবে, রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে, দক্ষ জনবল নিয়োগ এবং দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করতে হবে।

১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:

চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করে মানসম্মত চিকিৎসা প্রদান।

নতুন ভবনে বিদ্যুৎ সংযোগ দিয়ে ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল চালু।

রোগীদের জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ।

জরুরি বিভাগ সক্রিয়করণ।

হাসপাতালের ভেতরে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন।

পর্যাপ্ত ওয়্যার্ডবয়সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ।

রোগীদের জন্য মানসম্মত খাবার সরবরাহ ও সুষ্ঠু বণ্টন।

হাসপাতাল পরিচালনায় স্বচ্ছতা আনতে তদারকি কমিটি গঠন।

দীর্ঘদিন ধরে কর্মরত টেকনোলজিস্টসহ কর্মীদের স্থায়ী নিয়োগ।

চিকিৎসকদের উপস্থিতি অনলাইনে নিশ্চিতকরণ।

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ।

নির্দিষ্ট ফি নির্ধারণ করে চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ বন্ধ।

সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রুমি, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর, পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল হাওলাদারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশ শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহিদুল ইসলাম চৌধুরীর কাছে ১২ দফা দাবিনামা হস্তান্তর করা হয়।



banner close
banner close