মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে প্রতারণা; সতর্ক করলো স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৩

শেয়ার

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে প্রতারণা; সতর্ক করলো স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: সংগৃহীত

উপজেলা পর্যায়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫’ নাম ব্যবহার করে একটি ভুয়া প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। তারা মহাখালী, ঢাকা ঠিকানা ব্যবহার করে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার ও স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি দিয়েছে। এসব বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের নাম ও স্বাক্ষর জাল করে দরখাস্ত আহ্বান করা হয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্ট করেছে, এই প্রতিষ্ঠানটি সরকারি বা স্বাস্থ্য অধিদপ্তরের কোনো সংস্থার আওতাভুক্ত নয়। এটি একটি প্রতারক চক্রের কাজ, যারা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে এ ধরনের বিজ্ঞপ্তি ছড়াচ্ছে।

সাধারণ মানুষকে এসব প্রতারণামূলক বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, যারা এসব প্রতারণায় জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কেউ এমন ভুয়া বিজ্ঞপ্তির শিকার হলে নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।



banner close
banner close