রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও’র বিরুদ্ধে অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৭:৪৫

শেয়ার

স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও’র বিরুদ্ধে অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ
ছবি সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রোগী ও স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ডা. মামুনের সুপারিশকৃত একটি বেসরকারি ক্লিনিকে রোগীর পরীক্ষা না করালে তিনি রিপোর্ট গ্রহণ না করে জোরপূর্বক ছাড়পত্র প্রদান করেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রোগী ও তাদের স্বজনরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ডা. মামুন এক রোগীর স্বজনকে হুমকি দিয়ে বলেন, “আমার বাড়ি শৈলকূপা পৌরসভায়, লন্ডন না। তোর বাড়ি কোথায়?” এ সময় তিনি এক নারীকে ‘বেয়াদব’ বলে তাড়িয়ে দেন। ভিডিওতে বিকালে ব্যক্তিগত চেম্বারে টাকা নিয়ে রোগী দেখার কথা স্বীকার করাসহ তীব্র ভাষায় অশালীন আচরণের দৃশ্যও ধরা পড়ে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ডা. আব্দুল্লাহ আল মামুন বাংলা এডিশনকে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। কিছু সময় মাথা গরম ছিল, তাই এমন আচরণ করে ফেলেছি।”

সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বাংলা এডিশনকে জানান, অভিযোগ পাওয়ার পর সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত প্রতিবেদন পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close