বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে বরাদ্দের ভুয়া বিল-ভাউচার তৈরি করে টাকা আত্মসাৎ, কর্মচারীদের কাছ থেকে জোরপূর্বক ঘুষ আদায় এবং অনিয়মের প্রতিবাদ করায় চাকরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে আয়োজিত এ মানববন্ধনে এলাকাবাসীসহ ভুক্তভোগীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের উচ্চমান সহকারী মো. রেজোয়ান হোসেন দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আউটসোর্সিং কর্মচারীদের কাছ থেকে জোরপূর্বক ঘুষ আদায় করছেন। এসব অনিয়মের প্রতিবাদ করায় আয়া শাহিনা বেগমকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, রেজোয়ান হোসেনের স্বেচ্ছাচারী আচরণ ও দুর্নীতির কারণে রোগীরা নিয়মিতভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা হাসপাতালের সার্বিক সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বক্তারা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের মদদে ডা. শর্মী রায় ও রেজোয়ান হোসেন মিলে বিভিন্ন বরাদ্দের ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎ এবং কর্মচারীদের হয়রানি করে চাকরিচ্যুত করছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাষ্টার মশিউর ইসলাম, শাহিনা বেগম, আব্দুল হাকিম, সাইফুল ইসলাম, সুখি আক্তার, আবুল কালাম শিকদার, ফারজানা আক্তার প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান।
আরও পড়ুন:








