রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

অধূমপায়ীদের মধ্যেও বাড়ছে ফুসফুসে ক্যানসার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১০:৪০

শেয়ার

অধূমপায়ীদের মধ্যেও বাড়ছে ফুসফুসে ক্যানসার
ছবি: সংগৃহীত

অধূমপায়ীদের মধ্যেও বাড়ছে ফুসফুসের ক্যানসার। এর মূল কারণ পরোক্ষ ধূমপান। ধূমপায়ীর আশপাশে থাকা মানুষের ফুসফুস ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফুসফুস ক্যানসার বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ, যা পুরুষ ও নারীদের মধ্যে সর্বোচ্চ মৃত্যুহারের জন্য দায়ী। আর এই ক্যানসারের প্রধান কারণ ধূমপান, যা প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে এই রোগের জন্য দায়ী।

ভারতীয় এক বিশেষজ্ঞ বলেছেন, ফুসফুস ক্যানসারে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়। এটি সবচেয়ে ভয়ংকর রোগ। প্রতি বছর এই ক্যানসারে মোট মৃত্যুর প্রায় ১৮ শতাংশ এর জন্য এই রোগ একাই দায়ী এবং একই সময়ে নতুন ক্যানসার রোগীর সংখ্যায় এটি ১১ শতাংশ যোগ করে। সরাসরি বললে, এটি সেই ক্যানসারগুলোর মধ্যে একটি যার ফলাফল সবচেয়ে খারাপ।

তিনি আরও বলেন, ‘ফুসফুস ক্যানসারের মূল ঝুঁকির কারণ হলো ধূমপান, যা মোট ফুসফুস ক্যানসারের প্রায় ৯০ শতাংশ ঘটনার জন্য দায়ী। ধূমপান ফুসফুস ক্যানসারের ঝুঁকি ১০ থেকে ৩০ গুণ পর্যন্ত বাড়িয়ে তোলে। তবে ধূমপান ছেড়ে দিলে এই ঝুঁকি ২০ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে যায় এবং ধূমপান বন্ধ করার পাঁচ বছরের মধ্যেই তার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।’

বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, যদি কোনো নারী ধূমপায়ী ব্যক্তির সঙ্গী হন, তবে তার মধ্যে ফুসফুস ক্যানসারের ঝুঁকি প্রায় ২৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।



banner close
banner close