রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

নাসিরনগরে শহীদদের স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নেন তিন শতাধিক মানুষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ২১:২৭

শেয়ার

নাসিরনগরে শহীদদের স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নেন তিন শতাধিক মানুষ
ছবি সংগৃহীত

আওয়ামী দুঃশাসনবিরোধী জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের সড়কবাজার এলাকার শাহী মহলের নিচতলায় এ ক্যাম্পের আয়োজন করে ধরমন্ডল ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

দিনব্যাপী এ আয়োজনে প্রায় তিন শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসাসেবা এবং ছানি অপারেশনের জন্য তালিকাভুক্তির সুযোগ পান।

চিকিৎসা ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মনোনয়নপ্রত্যাশী মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আসমত আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক ফসরু এবং সহসভাপতি সামছুল আলম।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. সারুখ মিয়া, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মজিবুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা জহিরুল ইসলাম এবং ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. কামাল হোসেন।

বক্তারা বলেন, "স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার হলেও বর্তমান সরকারের অবহেলায় তা অনেকের নাগালের বাইরে। এ অবস্থায় দলীয় উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ।"

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



banner close
banner close