রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১০:০৫

শেয়ার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. সামভিল নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রামেক হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে তার মৃত্যু হয়।

মারা যাওয়া সামভিলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের নয়নসুকা এলাকায়। এর আগে সোমবার দিবাগত রাত ২ টা ৩৫ মিনিটে সামভিলকে রামেক হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। সে স্থানীয়ভাবে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। রোগী গেল ৬ দিন ধরে জ্বর, খিঁচুনি, ডায়েরিয়া ও বমি সমস্যায় ভুগছিলো। তাকে প্রথমে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু রোগীর অবস্থা ধীরে ধীরে সংকটজনক হয়ে ওঠে। ফলে তাকে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৬ মিনিটে রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের দেয়া তথ্যে দেখা গেছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত অবস্থায় ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পাঁচ ও সাত বছরের দুইজন করে মোট চারজন শিশু রয়েছে।



banner close
banner close