মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডেবোনেয়ার গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় এনসিডি প্রকল্পের আওতায় গবেষণামূলক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
১৮ জুলাই (শুক্রবার) সকালে উপজেলার ধুলশুড়া ইউনিয়নের আবিধারা গ্রামে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ রাশিদুল হাসান। চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খান (এফসিএ)
জানা যায়, এ উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দুই বছর মেয়াদে একটি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়। এতে ৩৫ বছর থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত সকল রোগীরা ফ্রি চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ মোঃ রাশিদুল হাসান জানান, দোস্ত অসহায় মানুষের জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এনসিডি প্রকল্পের আওতায় মেডিকেল ক্যাম্প করে ফ্রি চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তারই আলোকে ডেবোনেয়ার গ্রুপের সহযোগিতায় এই গ্রাম থেকেই শুরু করা হয়। এই প্রকল্পের আওতায় দুই বছর সকল প্রকার রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান (এফসিএ) জানান, মানিকগঞ্জের মধ্যে পদ্মা অধ্যুষিত অন্যতম উপজেলা এই হরিরামপুর। এই উপজেলার দুর্গম চলাঞ্চল সহ বিভিন্ন এলাকার অসহায় দুস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়। আজ ফ্রী কেমন হলেও এই মেডিকেল ক্যাম্প যাবত এইখানে পরিচালিত হবে। এতে আমাদের প্রায় সাড়ে তিন হাজার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবে। প্রত্যেক রোগীকে ওষুধ থেকে শুরু করে প্যাথলজি পর্যন্ত সাপোর্ট দেওয়া হবে।
গঙ্গারামপুর গ্রামের জিনারা বেগমন (৪০) জানান, এখানে আইছি ডাঃ দেখানোর জন্য। শুনছি বড় বড় ডাক্তার সাবরা আইছে। তাছাড়া আমাগো এহান থিকা ডাঃ দেখাইবার জন্য মানিকগঞ্জ শহরে যাওয়ান লাগে যা অনেক কষ্টকর।
এই মেডিকেল ক্যাম্পের প্রথম দিনেই প্রায় পাঁচ শতাধিক অসহায় এবং দুঃস্থ মানুষ ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আরও পড়ুন:








