রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ঝিনাইদহে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১৫:৩৭

শেয়ার

ঝিনাইদহে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
ছবি বাংলা এডিশন

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’।

ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন। তাদের হাতে ছিল দাবিসংবলিত ব্যানার ও লিফলেট।

কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা শাখার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এছাড়া ১১তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে প্রয়োজনে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।



banner close
banner close