ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’।
ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন। তাদের হাতে ছিল দাবিসংবলিত ব্যানার ও লিফলেট।
কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা শাখার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এছাড়া ১১তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে প্রয়োজনে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন:








