রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

সারাদেশে ২৪ ঘন্টায় ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৫ ১৮:২৬

শেয়ার

সারাদেশে ২৪ ঘন্টায় ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত
ছবি: সংগৃহীত

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন রোগী। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৬৩ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। সেই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ঢাকা বিভাগে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩০ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন রয়েছেন।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ৩২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৪০৯ জন। চলতি বছরের এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৮২ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।



banner close
banner close