রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

দিনাজপুরে দুইজন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ০৯:০৭

শেয়ার

দিনাজপুরে দুইজন করোনা রোগী শনাক্ত
ছবি: সংগৃহীত

দিনাজপুরে আবারো করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষায় দুইনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মাহফুজুর রহমান বলেন, ‘দিনাজপুরে দুইজন রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের দুইজনকেই নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।’

এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন আসিফ ফেরদৌস বলেন, ‘দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণ কীট পর্যাপ্ত রয়েছে। আমরা জনগণকে আবারো মাস্ক পরা, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব দফতরকে নির্দেশনা দেয়া হয়েছে।’



banner close
banner close