রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ঘরে ঘরে শিশুদের জ্বর, দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু-করোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ১৩:৫৩

আপডেট: ২৪ জুন, ২০২৫ ১৩:৫৪

শেয়ার

ঘরে ঘরে শিশুদের জ্বর, দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু-করোনা
প্রতীকী ছবি।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে গেছে। বেশিরভাগ শিশু প্রথমে জ্বরে আক্রান্ত হচ্ছে, পরে যুক্ত হচ্ছে বমি। অনেক শিশু কিছুই খেতে পারছে না, শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ছে। কেউ কেউ পাতলা পায়খানায় ভুগছে। কিছু শিশুর ক্ষেত্রে অতিরিক্ত উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে মুখের ভেতরে ঘা, গলাব্যথা ও চোখ লাল হয়ে যাওয়া। ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে।

চিকিৎসকরা বলছেন, এটি সাধারণ ভাইরাল জ্বর হতে পারে। তবে ইনফ্লুয়েঞ্জা বা এন্টারোভাইরাসও হতে পারে। সতর্কতার অংশ হিসেবে আক্রান্ত শিশুদের সিবিসি, ডেঙ্গু, টনসিল ও থ্রোট ইনফেকশনের নানা পরীক্ষা করানো হচ্ছে। কিছু ক্ষেত্রে জ্বর ও বমির পাশাপাশি ডি-হাইড্রেশন হওয়ায় স্যালাইন দিতে হচ্ছে।

সোমবার রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।



banner close
banner close