রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

চট্টগ্রামে একদিনে করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১৮:৫০

শেয়ার

চট্টগ্রামে একদিনে করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪
পুরোনো ছবি।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনায় ৬ষ্ঠ মৃত্যুর ঘটনা ঘটল। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৩ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুজন হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা কাজী আবদুল আউয়াল (৮০) নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন (৯৫)

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, নগরীর ইমপেরিয়াল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুজনের মৃত্যু হয়। তারা বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। একজনের নিউমোনিয়াও ছিল।

এদিকে ২৪ ঘণ্টার প্রতিবেদনে করোনাভাইরাসে নতুন করে আরও ০৪ জন আক্রান্ত হয়েছেন। ১২০ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। নিয়ে চট্টগ্রামে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।



banner close
banner close